Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ফুলসুতি ইউনিয়ন পরিষদ

ফুলসূতি ইউনিয়ন পরিষদ

নগরকান্দা, ফরিদপুর।

 

এর নজরে

 

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দুই কিলোমিটার পূর্বে ফুলসূতি ইউনিয়ন অবস্থিত। ফুলসূতি ইউনিয়নটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। উক্ত ইউনিয়নের পূর্বে ভাংগা থানা, পশ্চিমে নগরকান্দা থানা, দক্ষিণে কাইচাইল ইউনিয়ন, উত্তরে ডাংগী ইউনিয়ন পচ্শিমে লস্করদিয়া অবস্থিত। ফুলসূতি ইউনিয়নের সর্বমোট লোক সংখ্যা ২২২১২ জন। পুরুষের সংখ্যা- ৯৮২৩ জন এবং মহিলার সংখ্যা ১২৩৮৯ জন, শিক্ষার হার- ৬৬%।   

নিম্নে আলাদা ভাবে প্রকাশ করা হলো :

 

ক)      :   আয়তন  ২১১৫ একর।

খ)       :   লোক সংখ্যা- ২২২১২ জন।

              পুরুষ ৯৮২৩ জন, 

              মহিলা ১২৩৮৯ জন।

গ)       :   খানার সংখ্যা ২৩০০টি,

ঘ)       :   ভোটার সংখ্যা ৮০২৩

              পুরুষ ৩৯৮০, মহিলা ৪০৪৩

ঙ)       :   শিক্ষার হার ৬৬%

              পুরুষ ২৭%, মহিলা ১৫%

চ)       :   গ্রামের সংখ্যা ১০টি

ছ)       :   মৌজা সংখ্যা ০৫টি

জ)      :   জমির পরিমাণ ১২৬৩ হেক্টর

              এক ফসলি ১০৫ হেক্টর

              দো-ফসলি ৮৮৪ হেক্টর

              তিন-ফসলি ২৭৪ হেক্টর